রংপুরে রাস্তা ফাঁকা, বাজারে ভিড়

তারার আলো ডেস্কঃ দেশজুড়ে সাতদিনের কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে রংপুরে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণে সক্রিয় অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সকাল থেকে কখনো হালকা, আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেও নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তৎপরতা চালাচ্ছেন তারা। এ কারণে সড়কে তেমন মানুষ না থাকলেও সিটি বাজারে প্রচুর ভিড় দেখা গেছে। সেখানে ঠাসাঠাসি করে নিত্যপণ্য কিনছেন মানুষ। অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই। শুক্রবার(২ জুলাই) নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গুরুত্বপূর্ণ রাস্তাগুলোও ফাঁকা। মানুষের চলাচল নেই বললেই চলে। বিভিন্ন চেকপোস্টে লোকজনকে থামিয়ে তাদের পরিচয় এবং রাস্তায় বের হওয়ার কারণ জিজ্ঞেস করছে আইন শৃঙ্খলা বাহিনী। যৌক্তিক কারণ না দেখাতে পারলে তাদের ফেরত পাঠানো হচ্ছে। কোথাও কোথাও মামলা ও জরিমানাও করা হচ্ছে।(সূত্রঃবার্তা ২৪)