রংপুরে স্বাধীনতা পরিষদের সম্পাদকসহ আটক ৫, ফেন্সিডিল উদ্ধার

আমিনুল ইসলাম জুয়েল (রংপুর)
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের(রমেক) স্বাধীনতা নার্সেস পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কামালসহ ৫জনকে ফেন্সিডিলসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় গঙ্গাচড়া উপজেলার মহিপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর গঙ্গাচড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটকরা হলেন স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ ওরফে মিজানুর রহমান কামাল, নগরীর ধাপ জেলা রোডের খলিলুর রহমানের ছেলে খোরশেদ আলম মিঠু(৩৯), পাকার মাথা এলাকার সাদেক হোসেনের ছেলে মাহফুজার রহমান মুরাদ(৩৫), আবুল কালামের ছেলে মহিদুল ইসলাম(৩৫) ও মিজানুর রহমান বিপ্লব(৪২) । এদের মধ্যে বিপ্লব ও কামাল দুভাই।
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুশান্ত কুমার সরকার মুঠোফোনে আটকৃদের ব্যাপারে নিশ্চিত করে জানিয়েছেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর তাদের আটক করে এক লিটার পরিমাণ ফেন্সিডিলসহ থানায় সোপর্দ করেছে।
এঘটনায় মাদকদদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক জামানুুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে জানান ওসি।