রংপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু
স্টাফ রিপোর্টার,রংপুরঃ
রংপুরের নব্দীগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাহতাবুর রহমান সরকার (৫৫),নামে এক মোটরসাইকেল চালকের মৃৃত্যুু হয়েছে।
বৃহস্পতিবার(৫ জুলাই) বিকালে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের নব্দীগঞ্জ এবং বিজলের ঘুন্টি এর মাঝামাঝি বুড়াইলব্রীজ নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মাহতাবুর রহমান সরকার কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সরকার পাড়া গ্রামের মৃত আবু বক্কর ছিদ্দিক সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, কুড়িগ্রাম থেকে রংপুর গামী একটি ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক মাহতাবুর রহমানের মৃত্যু হয়।
এসময় ঘাতক ট্রাকচালক ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে (ট্রাকের নং চট্টমেট্র- ট ১১-০৬৮৩) ট্রাকটি ঘটনাস্থল থেকে পুলিশ আটক করেন।
মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ওসি রোকনুজ্জামান
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,ট্রাকটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।