রংপুরে ৩৫ পিস ইয়াবাসহ আটক-১

তারার আলো খবর : রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ
(ডিবি) কর্তৃক ৩৫ পিস ইয়াবা উদ্ধার পূর্বক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
করা হয়েছে।
জানা গেছে, রবিবার (৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন
পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)’র উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু
মিনান এর নির্দেশনায় ও সার্বিক তত্ত¡াবধানে সিনিয়র সহকারি পুলিশ
কমিশনার (ডিবি) ফারুক আহমেদের অপারেশন পরিকল্পনায় পুলিশ পরিদর্শক (নিঃ)
মোতালেব হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) গোলাম মোর্শেদ ও এসআই
(নিঃ) নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা
এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় কোতয়ালী থানাধীন
গণেশপুর ক্লাব মোড়স্থ ব্রাদার্স টেলিকম এন্ড ইলেকট্রনিক্স এর সামনে পাকা
রাস্তার উপর থেকে ৩৫ পিস লালচে রংয়ের ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে
আটক করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রংপুর নগরীর ৩নং ওয়ার্ডের ছিট
কেল্ল্যাবন্দ এলাকার মৃত মজিবর রহমানের ছেলে আলী হায়দার (৩৫)। এব্যাপারে
গ্রেফতারকৃত ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী
থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা
দায়ের করা হয়েছে।