রংপুর
রংপুর অঞ্চলে মধ্য আশ্বিনে শীতের আগমনী বার্তা
তারার আলো খবর :- দিনের শুরু থেকে প্রচন্ড গরম অনুভূত হলেও রাতের শেষ ভাগে শীত অনুভূত হচ্ছে রংপুর অঞ্চলে। ইতিমধ্যেই এ অঞ্চলে শুরু হয়েছে শীতের আগমনী বার্তা।
গত রবিবার সারাদিন মেঘলা আকাশ কোথাও কোথাও মুষলধারে কোথায়ও বা গুড়ি গুড়ি বৃষ্টি এ আগমনি বার্তাকে স্বাগতম জানিয়েছে। এর আগে গত সেপ্টেম্বর মাসের শেষে বৃষ্টিপাতের পর থেকে রংপুর অঞ্চলে কুয়াশা পড়ছে মধ্যরাতে। গত এক সপ্তাহ ধরে সকালে সূর্য ওঠার আগে যারা সকালে হাটতে বের হয়েছেন, তাদের ভাষ্যমতে ,ওই সময়ে বিভিন্ন গাছের পাতা, ঘাস ও ধান ক্ষেতে শিশির জমে থাকছে। ভোর রাতে শরীরে কাঁথা জড়াতে হচ্ছে এ অঞ্চলের মানুষকে।
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, অক্টোবরের মাঝামাঝি থেকে শীতের আমেজ শুরু হওয়ার কথা থাকলেও এ বছর কয়েকদিন আগে থেকেই শীতের আমেজ শুরু হয়েছে।