রংপুর
রংপুর ডিসি অফিসের ক্যাম্পেসে সোনালী ব্যাংকের এটিএম বুথ চালু
রংপুর প্রতিনিধি :- রংপুর জেলা প্রশাসকের কার্যলয়ের ক্যাম্পাসে সোনালী ব্যাংক চতুর্থতম এটিএম বুথ চালু করেছে। ডিজিটাল প্রযুক্তির প্রসার আর গ্রাহক সুবিধা দিতে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে আরো তিনটি বুথ চালু করারও আশ্বাস দিয়েছেন কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার দুপুরে নগীরের অফিসপাড়া হিসেবে পরিচিত জেলা প্রশাসক কার্যালয়ে সোনালী ব্যাংকের এটিএম বুথ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আসিব আহসান।
নগরীর কাচারীবাজার সোনালী ব্যাংক শাখার উদ্যোগে বুথের উদ্বোধন করা হয়। এসময় জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ আহমেদ, সোনালী ব্যাংকের জিএম রশিদুল ইসলাম, ডিজিএম আব্দুল বারেক চৌধুরী, শাখা ব্যবস্থাপক মনিরুজ্জামান শামীমসহ ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।