Uncategorized

রংপুর পবিস-২ এর বিজয় দিবস উদযাপন

রওশন আরা বেগম রুবীঃ
দিনব্যাপী নানা আয়োজনে ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে উদযাপন হলো রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পাগলাপীর রংপুর সদর দপ্তরের উদ্যোগে মহান বিজয় দিবস ২০২২।

এ উপলক্ষ্যে আয়োজন করা হয় ৭১ এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন, জাতীয় পতাকা উত্তোলন, কর্মকর্তা কর্মচারীদের ছেলে মেয়েদের অংশগ্রহনে রচনা, ক্রীড়া প্রতিযোগিতা, ভলিবল প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধে শহীদ আত্মদানকারীদের স্মরণে মোনাজাত, প্রার্থনা আলোচনা সভা ও পুরস্কার বিতরনী।

রংপুর পবিস-২ এর পাগলাপীর রংপুর সদর দপ্তর ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় উক্ত বিজয় দিবস অনুষ্ঠানটি। রংপুর পবিস-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন সাবেক সিনিয়র জেনারেল ম্যানেজার সোহরাব হোসেন, বিশেষ অতিথি পবিস বোর্ড সভাপতি সাজ্জাদুর রহমান,

সাবেক সভাপতি আবু হেনা আনোয়ারুল ইসলাম, সচিব আবু ফরহাদ লিটন, পরিচালক নাজমা খাতুন। সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন) আশরাফুল আলম এর উপস্থাপনা ও সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বদরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম ফখরুল আলম, গংগাচড়া জোনাল অফিসের ডিজিএম আব্দুল জলিল, পবিস সদর দপ্তরের ডিজিএম (কারিগরি) নুরুন্নবী, হিসাব রক্ষক মোকলেছুর রহমান সহ আরও অনেকে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেনারেল ম্যানেজার (এমএস) মনিরুজ্জামান, পাগলাপীর আদ্দ্বীন একাডেমীর পরিচালক ও রংপুর পবিস-২ এর প্রথম শ্রেণির ঠিকাদার হারুন অর রশিদ ফুলু সহ পবিস সদর দপ্তরের উর্ধ্বতম কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও তাদের পরিবাবর্গ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দরা।

অনুষ্ঠিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি সাবেক সিনিয়র জেনারেল ম্যানেজার সোহরাব হোসেন ও সভাপতিত্বে সিনিয়র জেনারেল ম্যানেজার হারুন অর রশিদ ১৯৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্যে বলেন জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ ডিজিটালে পরিণত হয়েছে এবং এগিয়ে চলছে দেশ।

বাংলাদেশের এই দৃশ্যমান উন্নয়নের পিছনে সবচেয়ে কারিগরি হিসেবে কাজ করছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। তাই গ্রাহকের মাঝে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কর্মকর্তা কর্মচারীদের সৎ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য আহবান জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button