রংপুর

রংপুর বিভাগে আরও ১০ জনের মৃত্যু, শনাক্ত ১৫৯

স্টাফ রিপোর্টার, রংপুরঃ
রংপুর বিভাগে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫৯ জনের। এ নিয়ে বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ১ হাজার ১৪ জনে দাঁড়িয়েছে।

শনিবার (৭ আগস্ট) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম।

তিনি জানান, শনিবার (০৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরের চারজন, দিনাজপুরের দুইজন, ঠাকুরগাঁওয়ের দুইজন, নীলফামারীর একজন ও গাইবান্ধার একজন রয়েছেন।

একই সময়ে বিভাগে ৮৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে দিনাজপুরের ৬৪ জন, রংপুরের ৪০ জন, গাইবান্ধার ১৮ জন, কুড়িগ্রামের ১৩ জন, নীলফামারীর ১১ জন, লালমনিরহাটের ১০ জন, পঞ্চগড়ের ২ জন ও ঠাকুরগাঁওয়ের ১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ১৮ দশমিক ৮৪ শতাংশ।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে,
রংপুর বিভাগে করোনায় মৃত ১ হাজার ‌‌১৪ জনের মধ্যে দিনাজপুরের ২৮৮ জন, রংপুরের ২৩০ জন, ঠাকুরগাঁওয়ের ১৯৬ জন, নীলফামারীর ৭২ জন, পঞ্চগড়ের ৬৩ জন, লালমনিরহাটের ৫৭ জন, কুড়িগ্রামের ৫৬ জন ও গাইবান্ধার ৫২ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৮৩ জন।

বিভাগের আট জেলায় এখন পর্যন্ত ৪৭ হাজার ৬৭৮ জনের করোনা আক্রান্তের মধ্যে দিনাজপুরে ১৩ হাজার ২৫৪ জন, রংপুরে ১০ হাজার ৬৬৯ জন, ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৪৪১ জন, গাইবান্ধায় ৪ হাজার ৯৩ জন, নীলফামারীর ৩ হাজার ৮৮৯ জন, কুড়িগ্রামের ৩ হাজার ৯৩৩ জন, লালমনিরহাটের ২ হাজার ৩৭৭ জন এবং পঞ্চগড়ের ৩ হাজার ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। 

করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত রংপুর বিভাগে ২ লাখ ২৬ হাজার ৯১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার বিকল্প নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button