রংপুর

রংপুর বিভাগে আরও ১৮ জনের মৃত্যু, শনাক্ত ৫০২

স্টাফ রিপোর্টার,রংপুরঃ
রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৫০২ জনের। এ নিয়ে বিভাগে করোনা মৃত্যুর সংখ্যা ৯৯৬ জনে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম।
তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় করোনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে রংপুরের সাতজন, ঠাকুরগাঁওয়ের চারজন, দিনাজপুরের তিনজন, পঞ্চগড়ের দুইজন, লালমনিরহাট ও গাইবান্ধার একজন করে রয়েছেন।

একই সময়ে বিভাগে ১ হাজার ৬৪৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রংপুরের ১৩৯ জন, ঠাকুরগাঁওয়ের ৭৪ জন, দিনাজপুরের ৭২ জন, কুড়িগ্রামের ৬৫ জন, পঞ্চগড়ের ৪৭ জন, নীলফামারীর ৪৪ জন, গাইবান্ধার ৪০ জন ও লালমনিরহাটের ২১ জনের করোনা শনাক্ত হয়। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ৩০ দশমিক ৪৪ শতাংশ।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপফতর সূত্রে জানা গেছে,
রংপুর বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৬ জনে। এর মধ্যে দিনাজপুরে ২৮২ জন, রংপুরে ২২৩ জন, ঠাকুরগাঁওয়ে ১৯৩, নীলফামারীতে ৭১, পঞ্চগড়ে ৬৩, লালমনিরহাটে ৫৭, কুড়িগ্রামে ৫৬ ও গাইবান্ধায় ৫১ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৩৪ জন।
এখন পর্যন্ত বিভাগে ৪৬ হাজার ৯৮৮ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে দিনাজপুুরে ১৩ হাজার ৫২ জন, রংপুরে ১০ হাজার ৫১০ জন, ঠাকুরগাঁওয়ে ৬ হাজার ৩৭৬ জন, গাইবান্ধায় ৪ হাজার ৩৫ জন, নীলফামারীর ৩ হাজার ৮৪৭ জন, কুড়িগ্রামের ৩ হাজার ৮৪৮ জন, লালমনিরহাটের ২ হাজার ৩৪৮ জন এবং পঞ্চগড়ের ২ হাজার ৯৭২ জন রয়েছেন।

করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত রংপুর বিভাগে ২ লাখ ২৩ হাজার ৯৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোতাহারুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতিতে বাধ্যতামূলকভাবে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার বিকল্প নেই

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button