স্থানীয়

রংপুর বিভাগে করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু

তারার আলো ডেস্কঃ রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এই বিভাগে একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এ নিয়ে করোনায় জেলায় মোট মারা গেছেন ৫৫১ জন। এর মধ্যে রয়েছেন- দিনাজপুর জেলার ৫ জন, ঠাকুরগাঁওয়ের ৪ জন, গাইবান্ধার ২ জন, রংপুরের ১ জন, লালমনিরহাটের ১ জন ও পঞ্চগড়ের ১ জন। একই সময়ে নতুন করে ৫৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (৩ জুলাই) দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনাক্ত হওয়া ৫৩২ জনের মধ্যে রয়েছেন দিনাজপুরে ২৫৮, ঠাকুরগাঁওয়ে ৯৪, রংপুরে ৫৫, পঞ্চগড়ে ৪২, কুড়িগ্রামে ৩২, গাইবান্ধায় ২৯, লালমনিরহাটে ১২ এবং নীলফামারীতে ১০ জন। স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগের আট জেলার ২ হাজার ৪৬৪ জনের নমুনা পরীক্ষা করে  ৫৩২ জনের করোনা শনাক্ত হয়।এদিকে শুক্রবার (২ জুলাই) আইসিইউ বেড খালি না থাকার একটি নোটিশ ঝুলিয়ে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। নোটিশে বলা হয়েছে, ‘আইসিইউতে কোনো বেড খালি নাই’।  এতে রোগি এবং তাদের স্বজনরা ছোটাছুটি করেও আইসিইউ শয্যা না পেয়ে চরম বিপাকে পড়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button