রংপুর বিভাগে করোনা সংক্রমণের হার কমছে

রংপুর প্রতিনিধি :- রংপুর বিভাগে করোনা সংক্রমণের হার কমছে। রংপুর বিভাগে গত সোমবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৫৬৪ জনের নমুনা পরীক্ষা করে ৬ জেলায় একদিনে নতুন করে ৮ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ সময়ে বিভাগে সুস্থ হয়েছেন ৮৪ জন। এ নিয়ে বিভাগে ২ লাখ ৮২ হাজার ৯৮৯ জনের নমুনা পরীক্ষা করে মোট ৫৪ হাজার ৯শ’ ৭৯ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া এ পর্যন্ত মোট ১ হাজার ২শ’ ৩৪ জনের মৃত্যু হয়েছে। বিভাগে ৫২ হাজার ১৬৯ জন রোগী এ পর্যন্ত সুস্থ হয়েছেন।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার পর্যন্ত ২৪ ঘন্টায় এই বিভাগের একদিনে দিনাজপুরে ২ জন, লালমনিরহাটে ২ জন, পঞ্চগড়ে ১ জন, গাইবান্ধায় ১ জন, নীলফামারীতে ১ জন এবং রংপুর জেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
রংপুর বিভাগে করোনা সংক্রমণের হার গত ২৪ ঘন্টায় ১ দশমিক ৪২ শতাংশ এবং এ পর্যন্ত ১৯ দশমিক ৪৩ শতাংশ, মৃত্যুর হার ২ দশমিক ২৪ শতাংশ এবং সুস্থতার হার বেড়ে ৯৪ দশমিক ৮৯ শতাংশে দাঁড়িয়েছে।