রংপুর রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে এমপি সাদ এরশাদের মতবিনিময়

তারার আলো খবর : রংপুর জেলা রিপোর্টার্স ক্লাবে উপস্থিত হয়ে ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন রংপুর–৩ আসনের সংসদ সদস্য এরশাদ পুত্র রাহগির আল মাহি ওরফে সাদ এরশাদ।
সোমবার (১১ অক্টোবর) সন্ধা ৭টায় ক্লাব কার্যালয়ে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি। এসময় রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কমিটিসহ ক্লাবের সকল সাংবাদিকবৃন্দকে সত্যের পক্ষে থেকে রংপুরের উন্নয়নের চিত্র তুলে ধরার আহŸান জানান সাদ এরশাদ এমপি।
এছাড়াও রিপোর্টার্স ক্লাবের সাথে সাংবাদিকবান্ধব হয়ে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মতবিনিময় শেষে আগামী দুই বছরের জন্য (২০২১-২০২৩) নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন- ক্লাবের সভাপতি আব্দুল হালিম আনছারী, সাধারণ সম্পাদক শাহ বায়েজিদ আহমেদ, মহানগর কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোজাফ্ফর হোসেন, যুগ্ম
সাধারণ সম্পাদক আজম পারভেজ, কোষাধ্যক্ষ আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, প্রচার সম্পাদক মিজানুর রহমান লুলু, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান মিজান, কার্যকরী সদস্য তৌহিদুল ইসলাম বাবলা, ইমরোজ ইমুসহ ক্লাবের সাধারণ সদস্যবৃন্দ।