রংপুর

রংপুর সিটি কর্পোরেশনে এপিসি’রপক্ষ থেকে ময়লা বহনকারী ভ্যান হস্তান্তর

স্টাফ রিপোর্টার,রংপুর :

রংপুর মহানগরীর পরিস্কার-পরিচ্ছন্নতা কার্য্যক্রমের জন্য সহায়ক হিসেবে রংপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর এপিসি’র পক্ষ থেকে পায়ে চালিত ১৪টি ময়লা বহনকারী ভ্যান হস্তান্তর করা হয়েছে। বুধবার(২৫ আগস্ট) দুপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর এপিসি’র পক্ষ থেকে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা’র নিকট এসব ভ্যান হস্তান্তর করা হয়।

“নির্ধারিত স্থানে আবর্জনা ফেলে শহরকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখুন” এ স্লোগানকে সামনে রেখে ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রংপুর এপিসি’র ম্যানেজার অনুকুল চন্দ্রো বর্মন, এপিসি ফাইন্যান্স অফিসার সুবাস হালদার, প্রোগ্রাম অফিসার লিন্ডা ডোফো, ইঞ্জিনিয়ার ফ্যাসিলিটেটর ফরিদুল ইসলাম, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম ফুলূ, রংপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ১নং জোন ব্যবস্থপক মিজানুর রহমান, ২নং জোন ব্যবস্থাপক হাসান রাহি ও ৩নং জোন ব্যবস্থাপক শাহিনুর রহমানসহ কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button