রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতার মত বিনিময়

পাগলাপীর(রংপুর)প্রতিনিধি:
রংপুরে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২১অক্টোবর) সকাল ১১টায় রংপুর মহানগরীর গুপ্তপাড়ায় অপরাজিতার অফিসে অনুষ্ঠিত হয় মত বিনিময় সভাটি।
এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাতীয় পার্টির রংপুর সদর উপজেলার সাধারন সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মাসুদার রহমান মিলন, জেলা পরিষদ সদস্য ও আওয়ামীলীগ নেত্রী পারভীন আক্তার, জাতীয়তাবাদী দল বিএনপির জেলা কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম রংপুর ইউনিটের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ শফি কামাল সহ আরও অনেকে।
ধারনাপত্র উপস্থাপনা করেন চন্দনপাট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রত্মা পারভীন। অনুষ্ঠানটি সঞ্চালনা ও উপস্থাপনা করেন জুলিয়া আক্তার (ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর, রংপুর), সার্বিক সহযোগিতা করেন রনজিতা দাস পূজা (জেলা প্রকল্প অফিসার-অপরাজিতা)।
উল্লেখ্য মত বিনিময় সভায় রংপুর সদর উপজেলার হরিদেবপুর, মমিনপুর, চন্দনপাট, সদ্যপুস্করনী ও খলেয়া ইউনিয়নের অপরাজিতা নারী সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।