রাজারহাটে ঋনের টাকা পরিশোধ করতে না পেরে যুবকের আত্মহত্যা

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে প্রতিবেশীদের কাছ থেকে নেয়া ঋনের টাকা পরিশোধ না করতে পেরে দেলবর হোসেন (৫২) নামের এক ব্যক্তির আত্মহত্যা করেছেন।
নিহত ওই ব্যক্তি উপজেলার বালাকান্দি কসাইপাড়া গ্রামের হায়বর আলীর ছেলে। সে উপজেলার ফরকের হাট বাজারে কসাইয়ের কাজ করতো।শনিবার (৩০ অক্টোবর) সকালে ওই ইউনিয়নের বালাকান্দি কসাইপাড়া গ্রামে নিহতের নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত দেলবর এলাকাবাসীর কাছ থেকে টাকা ঋন নিয়েছিলেন। সে টাকা পরিশোধ করতে না পারায় মানসিক যন্ত্রণায় ভুগছিল। শনিবার (৩০ অক্টোবর) সকালে সে পরিবারের সবার অগচরে নিজ শয়ন কক্ষের তীরের সাথে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এসময় পার্শ্ববর্তী ঘরে অবস্থান করা তার স্ত্রী ও তার ১২ বছর বয়সী কন্যা গোংরানি শব্দ শুনতে পেয়ে ছুটে এসে তাকে রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিহতের পরিবারের জিম্মায় দেন।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু সরকার আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।