রাত্রীকালীন একটি বাসের ধাক্কায় বাই-সাইকেল আরোহীর মৃত্যু

ছবি- সংগৃহীত (ফাইল)
তারার আলো অনলাইন ডেস্ক:- রংপুরের তাজহাট গলাকাটা মোড়ে রাত্রীকালীন একটি বাসের ধাক্কায় একাব্বর আলী (৪৭) নামের এক বাই সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল প্রায় ৮টার সময় রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত একাব্বর আলী পীরগাছা উপজেলার প্রতাপ জয়সেন গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। তিনি নগরীর একটি বেসরকারি ক্লিনিকে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, ওই মহাসড়কে তাজহাট গলাকাটা মোড়ে শাহ আলী নামের রাত্রীকালীন একটি কোচ সাইকেল আরোহী একাব্বর আলীকে ধাক্কা দেয়। এতে সে গুরুত্বর হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবরটি বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি (তদন্ত) শাহ আলম জানান, রাত্রীকালীন একটি বাসের ধাক্কায় একাব্বর আলী নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তবে রাত্রীকালীন বাসটিকে আটক করা সম্ভব হয়নি। তবে রাত্রীকালীন ওই বাসটিকে সনাক্তের চেষ্টা চলছে।