রিকশার চাকায় ওড়না প্যাঁচিয়ে নারী যাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, রংপুর: রংপুর নগরীতে রিকশার চাকায় ওড়না প্যাঁচিয়ে হাওয়া বেগম (৩৯) নামে এক নারী যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তার ভ্যানিটি ব্যাগ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায় তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মীর হাজির বাগ এলাকার মনসুর আলীর মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ওই নারী যাত্রী মেডিকেল মোড়ে যাওয়ার পথে বাংলাদেশ ব্যাংকের সামনে রিকশার চাকায় ওড়না প্যাঁচিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বলেন, জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে।