রিটার্নিং অফিসারের কাছে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগ

তারার আলো খবর :-
রংপুরের পীরগঞ্জে এই প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন ইউপি সাধারণ সদস্য প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অভিযোগে উপজেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
গত মঙ্গলবার সকালে উপজেলার ৬নং টুকুরিয়য়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী তফসীরুল ইসলাম রিপন ওই ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী মফিদুল হোসেন এর বিরুদ্ধে এ অভিযোগ করেন।
অভিযোগে উল্লেখ করা ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দের পর প্রার্থীদের নির্বাচনী প্রচারনা করার বিধিকে উপেক্ষা করে গত ১৭ অক্টোবর প্রার্থীতা বাচাইয়ের পর থেকেই তার সমর্থকদের নিয়ে ওয়ার্ড এলাকায় ট্রাক ও মোটর সাইকেল শো-ডাউন অব্যাহত রেখেছেন।
এ ব্যাপারে উপজেলা সমাজ সেবা অফিসার ও রিটার্নিং অফিসার আরিফুল রহমান বলেছেন- এই প্রথম নির্বাচনী আচরণ ভঙ্গের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হচ্ছে।