কুড়িগ্রাম

রৌমারীতে মুক্তিযুদ্ধকালিন অগ্রদূত পত্রিকার ৫০ বছর পূর্তি

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে মুক্তিযুদ্ধকালিন সময়ে প্রকাশিত ‘সাপ্তাহিক অগ্রদূত’ পত্রিকার ৫০ বর্ষপূর্তি ও মুক্তিযুদ্ধকালিন স্মৃতি সম্ভার নিয়ে ভ্রাম্যমান প্রদশর্নী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রৌমারী উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি কমপ্লেক্স চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি।

এসময় রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব, মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, খুলনা গণহত্যা যাদুঘরের সাবেক পরিচালক মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম বাবলু, রিভাইন প্রকল্প’র মহাসচিব সাংবাদিক শেখ রোকন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি এড. আহসান হাবীব নীলু, উত্তরবঙ্গ যাদু ঘরের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্রাহাম লিংকন  প্রমুখ।
উত্তরবঙ্গ যাদুঘর আয়োজিত আলোচনাসভা শেষে মুক্তিযুদ্ধকালিন রৌমারী মুক্তাঞ্চল থেকে হাতে লেখা সাপ্তাহিক অগ্রদূত পত্রিকার বিভিন্ন সংখ্যা নিয়ে ‘একাত্তুরের অগ্রদূত’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে রৌমারী রণাঙ্গনের স্মৃতি বিজরিত কতিপয় স্মৃতি সম্ভার নিয়ে দিনব্যাপী ভ্রাম্যমান প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button