স্থানীয়

লকডাউন অমান্য করে বসেছে উলিপুর পশুর হাট,স্বাস্থ্য বিধি উপেক্ষিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ সরকার ঘোষিত কঠোর লকডাউন অমান্য করে কুড়িগ্রামের উলিপুরে বসেছে
জমজমাট পশুর হাট। আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে সোমবার দুপুরে
সাপ্তাহিক এ হাটে স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত। ক্রেতা-বিক্রেতার মুখে ছিল না
কোন মাস্ক। ইজারাদের পক্ষ থেকে হাত ধোঁয়ার সাবান বা স্যানিটাইজারের কোন
ব্যবস্থা লক্ষ্য করা যায়নি। পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের কেউই মানছেন না
স্বাস্থ্যবিধি, নেই কোন সামাজিক দুরুত্ব। সব ধরণের বিধিনিষেধ উপেক্ষা করে
শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে পশুর হাট বসলেও প্রশাসনের ভূমিকা নিয়ে
জনমনে প্রশ্ন রয়েছে। এ পরিস্থিতিতে উত্তরের সীমান্তবর্তি জেলা কুড়িগ্রামে
করোনা সংক্রমণের হার লাফিয়ে লাফিয়ে বেড়েই চলছে।
জানা গেছে, উপজেলার সর্ববৃহৎ এ পশুর হাট বসে প্রতি সপ্তাহের সোমবার ও
বৃহস্পতিবার। করোনা সংক্রমণ রোধে সরকারের পক্ষ থেকে নানা বিধি নিষেধ থাকলেও
এসবকে বৃদ্ধাগুলি দেখিয়ে নির্বিঘ্নে চলছে উলিপুর পশুরহাট। ফলে হাটে আসা
ক্রেতা-বিক্রেতাদের মধ্যে দ্রুত করোনা সংক্রমণের আশংকা রয়েছে।
হাটে আসা কয়েক ক্রেতা-বিক্রেতার সাথে কথা হলে তারা বলেন, প্রচন্ড ভ্যাপসা
গরমে মুখে মাস্ক রাখা যাচ্ছে না। মাস্ক পড়ে কথা বলতেও সমস্যা হয়। গরুর হাটে
স্বাস্থ্য বিধি মেনে চলা খুবই দুষ্কর।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল
আলম রাসেল বলেন, সামনে কোরবানি ঈদকে মাথায় রেখে, হাট ইজারদারদের স্বাস্থ্য
বিধি ও সামাজিক দুরুত্ব বজায় রেখে সীমিত পরিসরে হাট বসানোর কথা বলা
হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি বলেন, গরুর হাট বন্ধ করার
কোন নির্দেশনা নেই। একটু আগে জেলা প্রশাসক (ডিসি) স্যারের সাথে কথা
বলেছি। ক্রেতা-বিক্রেতার স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য হাটে আমাদের টহল বাহিনী
উপস্থিত আছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button