লাঙলের হাটে মহিলা মাদ্রাসার উন্নয়নকল্পে তাফসির ৩ জানুয়ারি
পাগলাপীর প্রতিনিধিঃ
আবেদিয়া করিমিয়া নূরানী ক্বওমী মহিলা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা লিল্লাহ্ বোর্ডিং এর বিভিন্ন অবকাঠামো সংস্কার ও উন্নয়ন বাস্তাবায়নের লক্ষ্যে এক বিশাল তাফসিরুল কুরআন মাহফিলের উদ্যোগ গ্রহন করা হয়েছে।
আগামী ৩ জানুয়ারি রোজ মঙ্গলবার অত্র মাদ্রাসার মাঠে সুবিশাল প্যান্ডেলে বাদ আছর হতে অনুষ্ঠিত হবে উক্ত তাফসিরুল কুরআন মাহফিলটি। মাহফিলে তাফসির পেশ করবেন দেশ বরেন্য আলেম সহ স্থানীয় ওলামায়ে কেরামগন।
এদিকে উক্ত তাফসিরুল কুরআন মাহফিলটি সাফল্যমন্ডিত করে তোলার লক্ষ্যে আমন্ত্রিত অতিথি শুভাকাঙ্খি ও সর্বস্তরের ধর্মপ্রান মুসল্লি সহ পর্দার আড়ালের মা-বোনদের যথাসময়ে অংশগ্রহনের জন্য আয়োজকদের পক্ষে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা পাগলাপীর বন্দরের সৈয়দপুর রোডস্থ হাজী তছির উদ্দিন শপিং কমপ্লেক্স রাসেল বেনারশি এন্ড ফ্যাশন হাউজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাসেল মিয়া ও
পাগলাপীর বন্দরের বিশিষ্ট কুলি শ্রমিক নেতা মোঃ আলেফ উদ্দিন সুকারু বিশেষভাবে অনুরোধ করেছেন।