
তারার আলো খবর:- ধর্ম যার যার, উৎসব সবার। আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনের লক্ষে তারাগঞ্জ থানা পুলিশ প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) বিকাল ৫টায় থানা চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তারাগঞ্জ থানা অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সিফাত-ই-রব্বান। সভায় আরো বক্তব্য রাখেন রংপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি কুমারেশ রায়, পুজা উদযাপন পরিষদ তারাগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক পাপন দত্ত, তারাগঞ্জ থানার ওসি (তদন্ত) শাহিনুর ইসলাম, কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার, ইকরচালি ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
এসময় উপজেলার ৬৮টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন। এ মতবিনিময় সভার পরিচালনার দায়িত্বে ছিলেন তারাগঞ্জ থানার এস আই শ্যামল রায়। এদিকে, ওইদিন দুপুরে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে পুরাতন চৌপথীস্থ ইসকন মন্দির চত্বরে আরো একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।