শুদ্ধাচার পুরস্কার পেলেন তারাগঞ্জের ইউএনও

তারার আলো খবর ॥ রংপুর জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের শুদ্ধাচার পুরস্কার পেলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম। ২০২০-২০২১ অর্থ বছরে রংপুর জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত চারজন কর্মকর্তা ও কর্মচারী হলেন রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শুকরিয়া পারভীন, তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম, রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হিসাব সহকারী মোছাঃ শাহানা বেগম এবং মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসের ডুপ্লিকেটিং মেশিন অপারেটর সন্তোষ কুমার সরকার।
চাকরি জীবনে শুদ্ধাচার কর্মকর্তা হিসেবে সরকারি পুরস্কার পাওয়া নিঃসন্দেহে গর্বের বিষয়। আমাদের তারাগঞ্জ উপজেলায় কর্মরত থাকাকালে তিনি এ পুরস্কার পাওয়ায় আমরা তারাগঞ্জবাসী গর্বিত। আমরা উপজেলাবাসীসহ তারার আলো পরিবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানাই।