নীলফামারী

শোকঃ সৈয়দপুর রেলওয়ে শ্রমিক লীগ নেতা নজরুল ইসলাম সরকারের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার,সৈয়দপুর (নীলফামারী):
বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক কার্যকরী সভাপতি ও রেলওয়ে শ্রমিক লীগ সৈয়দপুর কারখানা শাখার উপদেষ্টা নজরুল ইসলাম সরকার বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার বেলা ২টায় নীলফামারীর সৈয়দপুর শহরের সাহেবপাড়া মসজিদ রোড়ের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।

তিনি দুই ছেলে ও পাঁচ মেয়ে , নাতি-নাতনি, অসংখ্যক আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব,শুভাঙক্ষাকীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।

গতকালই বাদ মাগরিব সৈয়দপুর রেলওয়ে কারখানা গেট ঈদগাহ্ মাঠে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে মরহুমের গ্রামের বাড়ি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পাঠানপাড়ায় দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পৃথক পৃথক জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অং নেন। পরে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মরহুম নজরুল ইসলাম সরকার ছিলেন কামারপুকুর ডিগ্রী কলেজের পদার্থবিদ্যা বিষয়ের প্রভাষক মো. আবু বক্কর সিদ্দিক এবং চড়াইখোলা স্কুল এন্ড কলেজের প্রভাষক ও বোতলাগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল হাফিজ হাপ্পু’র বাবা এবং সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিনের বড় আব্বা।

তাঁর মৃত্যুতে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, পৌর কাউন্সলির জোবায়দুর রহমান শাহীন, রেলওয়ে শ্রমিক লীগ সৈয়দপুর কারখানা শাখার সভাপতি নুরুল ইসলাম, অতিরিক্ত সম্পাদক মো. ছালেহ উদ্দিন, রেলওয়েম্যান্স অবসরপ্রাপ্ত কল্যাণ পরিষদ সৈয়দপুর শাখার সভাপতি শ্রমিক নেতা আনোয়ার হোসেন বাঙ্গালী,সাধারণ সম্পাদক আব্দুল বাকী মন্ডল, কামারপুকুর কলেজের অধ্যক্ষ অরুণ কুমার দাস, প্রভাষক শওকত হায়াৎ শাহ্ প্রমূখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button