স্থানীয়

সংবাদ প্রকাশের পর উলিপুরে বেদে পরিবার পেলো প্রধানমন্ত্রীর উপহার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
তারার আলো অনলাইন সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর কুড়িগ্রামের উলিপুর হেলিপ্যাডে আশ্রয় নেওয়া প্রায় শতাধিক বেদে পেলো প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী।

বৃহস্পতিবার সকাল ১১টায় উলিপুর পৌর মেয়রের উদ্যোগে পৌরসভা কার্যালয়ে বেদে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেন কুড়িগ্রাম-৩(উলিপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।
খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নূর-এ- জান্নাত রুমি, পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, যুবলীগ নেতা এম শফিক পন্চু, সাবেক ছাত্রলীগ নেতা বাবলু মিয়া প্রমুখ।
খাদ্যসামগ্রী পেয়ে বেদে মাককুল হোসেন, রফিক, রেজিয়া খাতুন হাসিমুখে বলেন, আমরা ভাসমান মানুষ। কয়েকদিন পর পর এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে জীবিকা নির্বাহ করি। পথেই থাকতে হয় স্ত্রী সন্তান নিয়ে। করোনার কারণে এবার উলিপুর হেলিপ্যাডে আটকে গেছি আমরা। সরকারের দেয়া খাদ্য সহায়তা পেয়ে খুশি হয়েছি। সরকারকে আমরা ধন্যবাদ জানাই।
এ বিষয়ে পৌর মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু বলেন, বেদেরা ভাসমান মানুষ, তারা জীবিকা নির্বাহ করতে হেলিপ্যাডে আশ্রয় নিয়েছিলো। কিন্তু চলমান লকডাউনে তাদের মানবেতর জীবন-যাপনের খবর পেয়ে মানবিক সহায়তা হিসেবে তাদেরকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উলিপুর পৌরসভায় একটি পরিবারও না খেয়ে থাকবে না।
পরে শতাধিক পরিবহন শ্রমিক ও খাদ্য সহায়তা চেয়ে ৩৩৩ নম্বরে কল করা ৫০টি পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য, বেদে পরিবারের মানবেতর জীবন-যাপন নিয়ে গত বুধবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি উপজেলা প্রশাসন ও পৌর মেয়রের নজরে আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button