সংসদের ১৫তম অধিবেশন শুরু ১৪ নভেম্বর
তারার আলো অনলাইন ডেস্ক :-
একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু হচ্ছে আগামী ১৪ নভেম্বর বিকাল ৪টায়। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে গত বুধবার এই অধিবেশন আহবান করেছেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এটি চলতি বছরের পঞ্চম অধিবেশন।
সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে অধিবেশন ডাকার বাধ্যবাধকতা রয়েছে। চতুর্দশ অধিবেশন শেষ হয়েছে গত ১৬ সেপ্টেম্বর। সেই অনুযায়ী ১৫ নভেম্বরের মধ্যে অধিবেশন ডাকার বাধ্যবাধকতা ছিল।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, করোনার সংক্রমণ কমলেও মহামারিকালের অন্যান্য অধিবেশনের মতো ১৫তম অধিবেশনটিও স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হবে।
মহামারিকালের অন্য অধিবেশনগুলোতে সাংবাদিকরা সংসদ ভবনে গিয়ে সরাসরি অধিবেশনের সংবাদ সংগ্রহের সুযোগ না পেলেও আসন্ন অধিবেশনের ক্ষেত্রে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সংসদ সচিবালয়।