সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী পালিত

দিপক রায় : জন্মাষ্টমী সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের একটি বিশেষ দিন। এদিনে ভগবান শ্রীকৃষ্ণকে বালক গোপাল রূপে পুজো করা হয়। সনাতন ধর্মে এই দিনটির তাৎপর্য খুবই গুরুত্বপূর্ণ।
সনাতন ধর্মের রীতি অনুযায়ী, সত্য যুগে পৃথিবী থেকে অধার্মিক ও অশুভ শক্তির বিনাস করতে ভগবান শ্রী কৃষ্ণ রূপে ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে রোহিনী নক্ষত্রে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তাই এই বিশেষ দিনটিতে সনাতন ধর্মাবলম্বীরা জন্মাষ্টমী উৎযাপন করে থাকেন। এ বছর ৩০ আগস্ট সোমবার এই তিথি হওয়ায় দেশব্যাপী জন্মাষ্টমী পালিত হয়।
এই বিশেষ দিনে রোহিনী নক্ষত্র শুরু হচ্ছে ঠিক সকাল ৬টা বেজে ৩৯ মিনিটে। সোমবার ভোর থেকেই শুরু এই তিথির। যা শেষ হচ্ছে ৩১ আগস্ট মঙ্গলবার সকাল ৯টা বেজে ৪৪ মিনিটে। অষ্টমী তিথি শেষ হচ্ছে সোমবার রাত ১টা বেজে ৫৯ মিনিটে। রোহিনী নক্ষত্রের উপস্থিতিতেই এই্ পুজোর শুভক্ষণ। তার মাঝেও পঞ্জিকা অনুযায়ী সোমবার বেলা ১১টা ৫৯ মিনিট থেকে ১২টা ৪৪ মিনিট পর্যন্ত থাকছে শুভ যোগ। তবে মঙ্গলবার সকাল ৯টা ৪৪ মিনিট পর্যন্ত এই ব্রত পালন করা হয়।