কুড়িগ্রাম
সবার প্রিয় শিক্ষক আকতারুল ইসলামের ইন্তেকাল

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
না ফেরার দেশে চলে গেলেন সবার প্রিয় কুড়িগ্রামের উলিপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক আকতারুল ইসলাম (৪৫)। তিনি চিলমারী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আব্দুর রহিমের পুত্র।
পারিবারিক সূত্র জানায়,ওই শিক্ষক সোমবার গভীর রাতে স্কুলের বাসভবনে হৃদ রোগে আক্রান্ত হন। রংপুর ডক্টরস ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে পিতা-মাতা, ভাই-বোন, স্ত্রী, এক মেয়ে, দুই ছেলে সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সহকর্মী, শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
শোক প্রকাশ করেছেন আছরের নামাজ পর জানাযা নামাজ শেষে চিলমারীস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।