জাতীয়
সমাজের প্রতি দায়বদ্ধতায় ঐক্যবদ্ধ হতে হবে : পীর সাহেব চরমোনাই

তারার আলো অনলাইন ডেস্ক : ইসলামী আন্দালন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, সমাজের প্রতি দায়বদ্ধ থেকে যুব আলেমদের ঐক্যবদ্ধ প্লাটফর্মে এগিয়ে আসতে হবে।
গত শনিবার বিজয় নগরে একটি রেস্টুরেন্টে ইসলামী যুব আন্দোলনের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান মুজাহিদের সঞ্চালনায় ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ, গাজী আতাউর রহমান, আমিনুল ইসলাম, কে এম আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।