সাতদিনের বিধিনিষেধের প্রথমদিনে তারাগঞ্জ সদরের সড়কগুলো ফাঁকা

তারার আলো খবর ॥ সরকার ঘোষিত সাত দিনের কঠোর বিধিনিষেধ আজ বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে শুরু হয়েছে। তবে অন্যদিনের তুলনায় বেশ ফাঁকা তারাগঞ্জের উপজেলা সদরের ব্যস্ততম সড়ক গুলো। তারাগঞ্জের প্রধান সড়কগুলোতে তেমন কোনো যানবহন চলতে দেখা যায়নি। তবে সড়ক গুলোতে জরুরী কাজে সীমিত সংখ্যক রিকশা ও মানুষের চলাচল করতে দেখা গেছে।
বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল দেখা গেছে। পুলিশের পাশাপাশি বিজিবির টহল দেখা গেছে। পুলিশ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে। জরুরি প্রয়োজনে সীমিত সংখ্যক মানুষ বের হয়েছেন।
এদিকে সকালে তারাগঞ্জ উপজেলা সদরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে দেখেন, তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম। এসময় তার সাথে ছিলেন উপজেলা সদর কুর্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আফজালুল হক সরকার। এছাড়াও সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির সদস্যরাও সাথে ছিলেন।