স্থানীয়
সার ও বীজ বিতরণ

তারার আলো খবর : রংপুরের তারাগঞ্জ উপজেলায় পেঁয়াজের চাহিদা পূরণের লক্ষ্যে মৌসুম ছাড়াই পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যে পেঁয়াজ বীজ ও সার এবং বীজ উৎপাদনের লক্ষ্যে নাভী পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে।
৮ সেপ্টেম্বর বুধবার বিকেলে উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে এ বীজ ও সার বিতরণ করা হয়।
কৃষি প্রনোদনার আওতায় উপজেলার প্রান্তিক পর্যায়ের ৪০ জন কৃষককে ১ কেজি করে পেঁয়াজ বীজও ৪০ কেজি সার এবং ১৫ জন কৃষককে আধা কেজি নাভী পাট বীজ ও ৩০ কেজি সার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা উর্মি তাবাসসুম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গোলাম ছাইদেল কাওনাইন, কৃষি সম্প্রসারণ অফিসার রাসেল সরকার প্রমুখ।