
তারার আলো খবর: তারাগঞ্জ উপজেলার পাশ^বর্তী কিশোরগঞ্জ উপজেলার সিংগেরগাড়ী জহুরীয়া দরবার শরীফের গদ্দিনশীন পীরে কামেল মোজাদ্দেদে জামান আলহাজ শাহ মুহাম্মদ শামসুল আলম আজিজি সাহেব গত ৫/৮/২০২১ ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় –(৮০)বছর।

পরদিন শুক্রবার ৬ আগষ্ট জুমার নামাজের পর নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের সিংগেরগাড়ী জহুরীয়া দরবার শরীফের ওরস ময়দানে নামাজে জানাজা সম্পন্ন হয়। পরে জহুরীয়া দরবার শরীফের ময়দানে দাফন করা হয়। তার জানাজায় হাজার হাজার মানুষ অংশ গ্রহন করেন। বিশেষ করে মরহুমের মুরিদ সহ আশে-পাশের কয়েকটি জেলা ও উপজেলার ধর্মপ্রাণ মুসলমানরা নামাজে জানাজা ও দাফন কাজে অংশ নেন। মরহুমের আত্মার মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, রংপুরের তারাগঞ্জ থেকে প্রকাশিত তারার আলো’র প্রকাশক ও সম্পাদক মোঃ খবির উদ্দিন প্রাং।