
তারার আলো খবর: রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালীর তেরমাইল নামক স্থানের সড়ক দুর্ঘটনায় আহত বেলাল (১৬) সোমবার দিবাগত রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সে গত ১২দিন যাবত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। এর আগে এ দুর্ঘটনায় বেলালের আরও দুইবন্ধু নিহত হয়। তারা হচ্ছেন-হারুন(১৮) ও মনিরুল(১৬)

গত ২৯ জুলাই তারা তিন বন্ধু মোটরসাইকেল যোগে তারাগঞ্জ থেকে বাড়ি ফিরছিলেন। পথে রংপুর-সৈয়দপুর মহাসড়কের তেরমাইল নামক স্থানে এক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে হারুন –অর রশিদ নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থানে মারা যান। অপর মোটরসাইকেল আরোহী মনিরুল ইসলামকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত্যুবরণ করেন। আর আহত বেলালকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ১২দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার দিবাগত গভীর রাতে বেলাল হোসেনও মৃত্যুর কোলে ঢলে পড়ে। আজ সোমবার সকালে বেলালের মরদেহ তাদের বাড়ি ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি ফকিরপাড়া গ্রামে আনা হয়েছে। বেলাল হোসেন ওই গ্রামের গোলাম মোস্তফার পুত্র।
বেলালের মৃত্যু ও তার মরদেহ বাড়িতে আনার খবরটি নিশ্চিত করেন,ইকরচালী ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম।
