সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

স্টাফ রিপোর্টার, সৈয়দপুর (নীলফামারী):
গতকাল ৯ ডিসেম্বর (শুক্রবার) সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস – ২০২২ পালিত হয়েছে । দিবসটি উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে মানববন্ধন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে “দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” শ্লোগানকে সামনে রেখে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন।
সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. মো. শাহাজাদা সরকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাংবাদিক সাকির হোসেন বাদল,
হাজারীহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, আইসঢাল খিয়ারপাড়া আলিম মাদ্রাসার সুপার মাওলানা মো. আফজাল বিন নাজির, রহমতউল্লাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা. শাহাজাদী বেগম প্রমুখ।
এর আগে সৈয়দপুর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি করা হয়। এতে সৈয়দপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সামাজিক সংগঠনের সদস্য, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা অংশ নেয়।