সৈয়দপুরে জাতীয় শিশু -কিশোর ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, সৈয়দপুর (নীলফামারী):
নীলফামারীর সৈয়দপুরে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী জেলা কার্যালয় সৈয়দপুর শহরের বাঙালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ওই প্রতিযোগিতা আয়োজন করে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান।
ইসলামিক ফাউন্ডেশনের সৈয়দপুর উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. সাদেকীন আলমের সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঙালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখসানা প্রধান, সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রেজা মাহমুদ ও লায়ন্স স্কুল কলেজের সহকারী শিক্ষক মনোয়ার হোসেন প্রমূখ।
এ সময় অন্যান্যদের মধ্যে দারুল আরকাম দাখিল মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মো.রমজান আলী, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আবু হানিফ, সাধারণ কেয়ারটেকার জাহিদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের উপজেলার সাধারণ কেয়ারটেকার মো. সিকান্দার আলী
প্রতিযোগিতায় সৈয়দপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহন করে।
পরে প্রধান অতিথি প্রতিযোগিতার ছয়টি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে সনদপত্র তুলে দেন।