সৈয়দপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

স্টাফ রিপোর্টার, সৈয়দপুর (নীলফামারী):
বুধবার (১৪ ডিসেম্বর) সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরেও যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বেলা ১১টায় সৈয়দপুর উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম এবং বিশেষ অতিথি ছিল সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. মোখছেদুল মোমিন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল রায়হানের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাহিনা বেগম, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মফিজুল হক, বীর মুক্তিযোদ্ধা মির্জা সালাহউদ্দিন বেগ,
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, আওয়ামী লীগ নেতা ও শহীদ পরিবারের সন্তান অধ্যক্ষ সাখাওয়াৎ হোসেন খোকন, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল, বঙ্গবন্ধু পরিষদ সৈয়দপুর শাখার সাধারণ মুজিবুল হক, শহীদ পরিবারের সন্তান সাংবাদিক এম আর আলম ঝন্টু প্রমুখ।
উক্ত আলোচনা সভায় সৈয়দপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ,সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে সৈয়দপুর প্রশাসন,উপজেলা আওয়ামীসহ বিভিন্ন সামাজিক ,সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহরের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।