সৈয়দপুরে শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের
বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

স্টাফ রিপোর্টার,সৈয়দপুর (নীলফামারী) :
নীলফামারীর সৈয়দপুরে শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠানটির চত্বরে আনুষ্ঠানিকভাবে ওই ফলাফল প্রকাশ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের সভাপতি সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু।
এতে স্বাগত বক্তব্য রাখেন শিশু স্বর্গ বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. শফিকুল আলম।
বার্ষিক পরীক্ষা ফলাফল প্রকাশ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অভিভাবক রোকনুজ্জামান রুবেল, শিক্ষিকা শামীমা আক্তা সোমা, খুরশীদ জাহান, আব্দুল্লাহ -আল -মামুন (সোহাগ), সোহাগ রানা দিপু ও মোতমাইন্না মিতা প্রমূখ।
পরে প্রতিষ্ঠানের প্লে শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বার্ষিক ফলাফলের প্রতিবেদন তুলে দেয়া হয়। এছাড়াও প্রতিটি শ্রেণির প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কৃত করা হয়েছে। প্রতিষ্ঠানের সভাপতি ও পরিচালক যথাক্রমে সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু ও মো. শফিকুল আলম ওই ফলাফলের প্রতিবেদন ও পুরস্কার শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
উল্লেখ্য, “সত্য, সুন্দর ও শিক্ষার সন্ধানে, বেড়ে উঠুক শিশু – ভালবাসার বন্ধনে” শ্লোগানকে সামনে রেখে “শিশু স্বর্গ বিদ্যা নিকেতন” প্রতিষ্ঠা করা হয়। উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর এলাকায় সমাজসেবক ও শিক্ষানুরাগী তছির উদ্দিন সরকারের নিজস্ব জায়গার ওপর গত ২০১২ সালের প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে।
এলাকার সমাজসেবক ও শিক্ষানুরাগী তছির উদ্দিন সরকারের এক মাত্র ছেলে মো. শফিকুল আলম এটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে মনোরম পরিবেশে গড়ে উঠা শিক্ষা প্রতিষ্ঠানটিতে প্লে শ্রেণি থেকে পঞ্চশ শ্রেণি পর্যন্ত তিন শত শিক্ষার্থী অধ্যয়ন করছেন।