সৈয়দপুর ফার্নিচার মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ পেল সমবায় কার্যালয়ের নিবন্ধন

স্টাফ রিপোর্টার, সৈয়দপুর (নীলফামারী):
সৈয়দপুর ফার্নিচার মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নীলফামারী জেলা সমবায় কার্যালয় থেকে নিবন্ধন পেয়েছে। যার নিবন্ধন নং- নীল/জেসকা – ৫২। এতে সমিতিটির কর্মকান্ডের আরো গতিশীলতা বৃদ্ধি পাবে বলে মনে করেন সমিতির সাথে সংশ্লিষ্টরা।
সূত্র মতে, গত ২০২০ সালে সৈয়দপুর পৌরসভা এলাকার ফার্নিচার মালিক ও ব্যবসায়ীদের নিয়ে সমিতিটি গঠন করা হয়। সে সময় এর নামকরণ ছিল সৈয়দপুর ফার্নিচার ব্যবসায়ী মালিক সমিতি। যার কার্যালয় সৈয়দপুর শহরের বঙ্গবন্ধু সড়কে। বর্তমানে সমিতির সদস্য সংখ্যা ৮২ জন।
সমিতির যাত্রার শুরু থেকে সৈয়দপুর শহরে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করা হয়। পাশাপাশি বিভিন্ন জাতীয় দিবসগুলো গুরুত্ব সহকারে পালন করে আসছিল। বিশেষ করে সমিতিটি ব্যানারে গত করোনাকালীণ অসহায় ও দুস্থ মানুষদের ত্রাণ সামগ্রী দিয়ে সহযোগিতা করা হয়েছে ।
সম্প্রতি আব্দুল্লাহ ফারুক এমাদিকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান লিটনকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির নয় সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। দুই বছর মেয়াদি সমিতির সহ-সভাপতি পদের আমিনুল ইসলাম, যুগ্ম – সম্পাদক মো. সহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আশরাফ হোসেন এবং কার্যকরী সদস্য শাহীদ আরশাদ, নবী হোসেন, মো. নাদিম ও হারুন অর রশিদ।
সৈয়দপুর ফার্নিচার মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল্লাহ্ ফারুক এমাদি জানান, আমরা জেলা সমবায় কার্যালয় থেকে সমিতিটির নিবন্ধনের জন্য যথাযথ নিয়মে আবেদন করি। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং সমিতির বিগত দিনের নানান কর্মকান্ড বিবেচনায় নিয়ে নিবন্ধন প্রদান করা হয়। দীর্ঘ সময় পর সমিতিটি নিবন্ধন পেয়ে ফার্নিচার ব্যবসায়ী ও মালিকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।
এর ফলে আগামীতে সমিতির সদস্যরা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ ও অন্যান্য সুযোগ- সুবিধা নিয়ে ব্যবসায়িক ভাবে আরো স্বাবলম্বী হবেন। তিনি আগামীতে সমিতিটি পরিচালনায় সকল সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করেন।