নীলফামারী
সৈয়দপুরের কামারপুকুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১
তারার আলো খবর : সৈয়পুরের কামারপুকুর এলাকায় বাসের ধাক্কায় ১ জন নিহত ও ১ জন আহতের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৯টা ১০ মিনিটে এঘটনা ঘটে।
তারাগঞ্জ হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর-দিনাজপুর মহাসড়কের সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর বটতলী নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী অজ্ঞাতনামা একটি বড় বাস দুইজন পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ১ জন নিহত হয়, ও ১জন আহত হয়।
আহত ১জনকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আহত ব্যক্তি কামারপুকুর ইউনিয়নের নিজগ্রামের আমিন উদ্দিন (৭০) বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি (ভারপ্রাপ্ত) নুরন্নবী প্রধান বলেন, নিহত ব্যক্তিতে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দ্রুতগতির ঘাতক বাসটি পালিয়ে গেছে।