সৈয়দপুরে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে ৩৭ জন নারী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ

স্টাফ রিপোর্টার,সৈয়দপুর :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস -২০২১ উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৭ জন নারী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
গত সোমবার দুপুরে সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে ওই বাইসাইকেলগুলো হস্তান্তর করা হয়।
এতে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো, মোখছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বাইসাইকেলগুলো তুলে দেন।
এ সময় সৈয়দপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি মোছা. সানজিদা বেগম লাকী, সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু,বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্রী প্রণোবেশ চন্দ্র বাগচী, বোতলাগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক আব্দুল হাফিজ হাপ্পু, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি মোছা, সানজিদা বেগম লাকী জানান, বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) আওতায় গ্রামীণ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের মাঝে ওই ৩৭টি বাইসাইকেল প্রদান করা হয়।