সৈয়দপুরে পারিবারিক কলহে এক ব্যক্তির আত্মহত্যা
স্টাফ রিপোর্টার,সৈয়দপুর (নীলফামারী) :
নীলফামারীর সৈয়দপুরে পারিবারিক কলহে কারণে কীটনাশক পানে আশরাফুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার (৮ অক্টোবর) সকালে সাড়ে ১০ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পরিবার সূত্রে জানা গেছে, সৈয়দপুর শহরের কয়াগোলাহাট সালটিপাড়া এলাকার আজিজার রহমানের ছেলে আশরাফুল ইসলাম। বেশ কিছুদিন যাবৎ তার পরিবাারিক কলহ চলে আসছিল। ঘটনার দিন গতকাল শুক্রবার সকাল সাতটার দিকে তিনি (আশরাফুল) পরিবারের সদস্যদের অজান্তে কীটনাশক পান করেন। পরে তার পরিবারের সদস্যরা ঘঁনাটি টের পেয়ে তাকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান।
কিন্তু সেখানে তার অবস্থার অবনতি ঘটলে দ্রæত তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় তিনি মারা যান। নিহত আশরাফুল ইসলামের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।