সৈয়দপুরে যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার, সৈয়দপুর :
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে গত বুধবার (২৭ অক্টোবর) নীলফামারী সৈয়দপুরে পালিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে গৃহিত কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, মাইকে দিনব্যাপী শহীদ জিয়ার ভাষণ প্রচার, মিলাদ ও বিএনপি চেয়ারপারসন
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান।
সন্ধ্যায় শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক জাতীয় সংসদ সদস্য বিএনপি নেতা আলহাজ্ব শওকত চৌধুরী।
যুবদল সৈয়দপুর রাজনৈতিক জেলা সভাপতি মো. আনোয়ার হোসেন প্রামানিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. তারিক আজিজ।
আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আহŸায়ক আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সদস্য সচিব শাহীন আকতার শাহীন, বিএনপি নেতা শামসুল আলম, প্রভাষক শওকত হায়াৎ শাহ, আব্দুল খালেক, শফিকুল ইসলাম জনি, হাফিজ খান, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নাদিম রেজা ও মো. আব্দুস সাত্তার বকুল, সহ-সাধারণ সম্পাদক খালেদ হাবিব,
যুবদল নেতা ইবরার হোসেন কাল্লু,আব্দুস সালাম, দেলোয়ার হোসেন, জুয়েল রেজা, নিজাম আহম্মদ বাবলু, আফতাব উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি এরশাদ হোসেন পাপ্পু ও সাধারণ সম্পাদক এম এ পারভেজ লিটন, জেলা ছাত্রদল সভাপতি মো. রিজওয়ান আকতার পাপ্পু প্রমুখ। সৈয়দপুর সাংগঠনিক জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব পারভেজ আলম গুড্ডু প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সঞ্চালনা করেন।
আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এর আগে বিকেলে দলীয় কার্যারয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দিবসের প্রতিটি অনুষ্ঠানে যুবদল ছাড়াও বিএনপি ও অঙ্গদলের সর্বস্তরের নেতাকর্মী অংশ নেন