সৈয়দপুরে শিল্প সাহিত্য সংসদের নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাড. ওবায়দুর রহমানের শপথ গ্রহণ

স্টাফ রিপোর্টার,সৈয়দপুর: নীলফামারীর সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের নর্বনির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমানের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (২৮ আগষ্ট) রাতে শহরের শেরে বাংলা সড়কে সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের নিজস্ব বহুতল ভবনে ওই শপথ গ্রহন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সভাপতি ম. আ. শামীমের সভাপতিত্বে শপথ গ্রহন অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক সাকির হোসেন বাদল।
পরে নবনির্বাচিত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমানকে শপথ বাক্য পাঠ করানো হয়। আর এ শপথ বাক্য পাঠ করান সংগঠনের সভাপতি ম. আ. শামীম।
শপথ গ্রহন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সহ-সভাপতি শাহজাহান সরকার বাবুল, নির্বাহী সদস্য এ্যাড. তুষার কান্তি রায় ও আকতার হোসেন খান, দপ্তর সম্পাদক মো. হামিদুল হক, ক্রীড়া সম্পাদক নকিবুল ইসলাম, নাট্য সম্পাদক আখতারুল ইসলাম মৃধা, সদস্য নজরুল ইসলাম প্রামানিক, আব্দুর রাজ্জাক, শেখ রোবায়েতুর রহমান রোবায়েত, মোজাম্মেল হক প্রমূখ বক্তব্য রাখেন।
এ শপথ গ্রহন অনুষ্ঠানের সংগঠনের সদস্য-সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৭ আগস্ট বিকেলে নীলফামারীর সৈয়দপুরের মিনি পার্লামেন্ট খ্যাত সৈয়দপুর শিল্প সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সম্পদক পদে এ উপনির্বাচনে নীলফামারী জজ কোর্টের সিনিয়র আইনজীবী এস এম ওবায়দুর রহমান নির্বাচিত হয়েছেন। এর আগে চলতি বছরের গত ১৪ জানুয়ারী সংগঠনের তিন বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ আমজাদ হোসেন সরকার মৃত্যুবরণ করায় পদটি শুন্য হয়।