নীলফামারী

সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার,সৈয়দপুর (নীলফামারী):
নীলফামারীর সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ অক্টেবর) দুপুর সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এমপি নীলফামারীতে থেকে ভার্চুয়ালি এর শুভ উদ্বোধন করেন।

এ উপলক্ষে শহরের উপকন্ঠে ওয়াপদা মোড়ে সৈয়দপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় হলরুমে এক উদ্বোদনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা সমাজ সেবা অফিসার মো. নুর মোহাম্মদ প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. একরামুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী, মো. শাহজাহান আলী সরকার, বীর প্রতীক মতিউর রহমান, বীরমুক্তিযোদ্ধা সামসুল হক, বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা মির্জা সালাহউদ্দিন বেগ, বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোখলেছুর রহমানসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এমপি ভার্চুয়ালি উদ্বোধনের পর সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন ও বীর মুক্তিযোদ্ধা মো. একরামুল হক উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নামফলক উন্মোচন করেন।

এলজিইডি সূত্রে জানা গেছে, শহরের উপকন্ঠে ওয়াপদা মোড়ে সৈয়দপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়েছে। অধিগ্রহণকৃত ১২ শতক জায়গার জুড়ে এক কোটি ৭৬ লাখ ২১ হাজার ৯৪০ টাকা ব্যয়ে এ ভবনটি নির্মাণ করা হয়। পাঁচ তলা ভিত্তিরতিনতলা এ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের আয়তন ৫০ বাই ৭০ বর্গফুট। ঢাকার ৪২-৪৩. সিদ্বেশরী, সার্কুলার রোডের মেসার্স ইসলাম ব্রাদার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নীলফামারী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এটি বাস্তবায়ন করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button