নীলফামারী

সৈয়দপুর পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান খান নাদিমকে দল থেকে বহিস্কার

স্টাফ রিপোর্টার, সৈয়দপুর (নীলফামারী):
সংগঠন বহির্ভূত কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে থাকার অভিযোগে নীলফামারীর সৈয়দপুরে পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান খান নাদিমকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।

সংগঠনের নীলফামারী জেলা শাখার সভাপতি মো. কামরুজ্জামান কামরুল ও সাধারণ সম্পাদক দীপক চন্দ্র চক্রবর্তীর যৌথ স্বাক্ষরিত চিঠিতে এর সত্যতা পাওয়া গেছে।

প্রসঙ্গত, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নীলফামারীর সৈয়দপুর পৌর শাখার সাধারণ সম্পাদক মো. ইমরান খান নাসিমকে (৩০) ১৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গত সোমবার (১১ অক্টোবর) নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল শহরের বাঁশবাড়ী এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সৈয়দপুর থানায় একটি একটি মামলা হয়। নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল হক বাদি হয়ে ওই মামলা দায়ের করেন। পরে এ মামলার আসামি নাদিমকে থানা পুলিশে সোপর্দ করা হয়।

থানা পুলিশ বিকেলে তাকে আদালতের মাধ্যমে নীলফামারী জেল হাজতে প্রেরণ করে। সৈয়দপুর শহরের বাঁশবাড়ী এলাকার বাসিন্দা ওসমান গণির ছেলে ইমরান খান নাদিম। সে পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button