সৈয়দপুর শহরের সাবর্ডিনেট কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠিত

স্টাফ রিপোর্টার,সৈয়দপুর (নীলফামারী):
নীলফামারীর সৈয়দপুর শহরের সাবর্ডিনেট কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত করা হয়।
বিদ্যালয়ের শ্রেণি কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মঞ্জুর হোসেন।
সভায় সর্বসম্মতিক্রমে মো. মাসুদুর রহমানকে সভাপতি এবং সাবর্ডিনেট কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি সুলতানাকে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ট ওই ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দপুর পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মঞ্জুর হোসেন। এছাড়াও কমিটির অন্যান্যরা সদস্যরা হলেন মনসুরা জেসমিন, মো. আসাদুজ্জামান, মো. ওহিদুল ইসলাম, মোছা. নাসরিন, মোছা. রিনা, মো, ফারহান উদ্দিন ও মুন্নী রাণী।
একই দিন একই সভায় বিদ্যালয়ের শিক্ষক – অভিভাবক কমিটি গঠন করা হয়। আর শিক্ষক-অভিভাবক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আব্দুল খালেক সাবু।
বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও শিক্ষক-অভিভাবক কমিটির নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেই সঙ্গে সবাইকে মিষ্টিমুখ করা হয়েছে।