স্মার্ট ফোন না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

তারার আলো অনলাইন ডেস্ক:: রংপুরের গঙ্গাচড়ায় স্মার্ট ফোন না পেয়ে রিয়াদ হোসেন (১৪) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার সদর ইউনিয়নের সিটিসেল টাওয়ার সংলগ্ন দোলাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত রিয়াদ হোসেন ওই গ্রামের হুমায়ুম কবীরের পুত্র ও গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পারিবারিক সূত্রে জানা যায়, রিয়াদ বেশ কিছুদিন থেকে তার বাবা মায়ের নিকট একটি স্মার্ট ফোন কিনে চাচ্ছিলো। আর্থিক অস্বচ্ছতার কারণে তার পরিবার ফোন কিনে দিতে না পারায় সে বাবা মার সাথে অভিমান করে। ঘটনার দিন সকালে বাড়ি ফাঁকা পেয়ে সে ফ্যানের সাথে রশি বেঁধে আত্মহত্যার চেষ্টা করে।
এ সময় পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গঙ্গাচড়া মডেল থানার এসআই আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।