সড়ক দুর্ঘটনায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় ওয়াহেদ আলী (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার হাতিয়া ইউনিয়নের নতুন অনন্তপুর গ্রামে। তিনি ধরনীবাড়ি ইউনিয়নের খইখাওয়ার কুঠি গ্রামের মৃত আজিজার রহমানের পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই দিন (মঙ্গলবার) দুপুরে ওয়াহেদ আলী কুড়িগ্রাম থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে নতুন অনন্তপুর গ্রামে পৌঁছিলে, কুড়িগ্রামগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির (ওসি)ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।