হরকলি ফাযিল মাদ্রাসার বই বিতরণ উৎসব

পাগলাপীর প্রতিনিধি:
উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো রংপুর সদর উপজেলার শিক্ষার নগরী পাগলাপীরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হরকলি বহুমুখী ফাযিল ডিগ্রী মাদ্রাসার বই বিতরণ উৎসব ২০২৩। এ উপলক্ষ্যে ১ জানুয়ারি রোজ রবিবার সকাল ১১টায় প্রতিষ্ঠান ক্যাম্পাসে আয়োজন করা হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম সিদ্দিকী, বিশেষ অতিথি গভানিং বডির সম্মানিত সদস্য মহিউদ্দিন মুখদুমী (সাংবাদিক)।
শরীরচর্চা বিষয়ক শিক্ষক এসএম ওয়েছ কুরুনী রুমনের সভাপতিত্বে ও অফিস সহকারী সাজেদুল ইসলামের উপস্থাপনা ও পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অংশগ্রহন করেন শিক্ষক প্রভাষকদের মধ্যে একেএম মফিজুল ইসলাম, হাদিউজ্জামান, মাইদুল ইসলাম, আজিজুল ইসলাম, মেজবাউল ইসলাম, সারা তাহমিন, জয়নব বানু, রুপালী বেগম, রোখছেনা আফরোজ ও সহকারী হিসাব রক্ষক আহসান হাবিব জুয়েল সহ শিক্ষক শিক্ষার্থীরা।
অনুষ্ঠিত বই বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম সিদ্দিকী বছরের শুরুতে বিনা মূল্যে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়ায় অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ও দেশরতœ শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।