কুড়িগ্রাম
হরকলি ফাযিল মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মত বিনিময় সভা

পাগলাপীর প্রতিনিধি:
রংপুর সদর উপজেলার পাগলাপীরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হরকলি বহুমুখী ফাযিল ডিগ্রী মাদ্রাসার অতীত ঐতিহ্য ও সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে সুশিক্ষিত এবং দক্ষ নাগরিক গড়ে তোলার প্রত্যাশায় আরও উন্নত শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের সঙ্গে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় অত্র মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয় উক্ত মত বিনিময় সভাটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন মাদ্রাসা গভার্নিং বডির সহ সভাপতি ও সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ারুল হক রানু। সভাপতিত্ব করেন অধ্যক্ষ আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম সিদ্দিকী।
অফিস সহকারী মোঃ সাজেদুল ইসলাম এর উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সকল শিক্ষক প্রভাষকবৃন্দরা।